রিফাত হত্যা: মিন্নিসহ ১০ আসামির যুক্তিতর্ক শেষ

রিফাত হত্যা: মিন্নিসহ ১০ আসামির যুক্তিতর্ক শেষ

সুমন শিকদার, বরগুনা

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের যুক্তি তর্ক শেষ হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তি খন্ডনের জন্য তারিখ নির্ধারণ করেছেন আদালত।   

রোববার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে।

পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিনই মারা যায় রিফাত।


আরো পড়ুন:

কোচিংয়ে যাওয়ার পথে অপহরণ, ৪৪ দিন পর উদ্ধার


গেল ১ সেপ্টেম্বর রিফাত  হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ধাপে অভিযোগপত্র দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ