বাল্যবিয়ে: বরের ৩ মাসের সাজা, কনের নানার অর্থদণ্ড

বাল্যবিয়ে: বরের ৩ মাসের সাজা, কনের নানার অর্থদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের শিবরামপুর হাসান্দি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. সজীবের অধীনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা প্রশিক্ষক রাজিবুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচলনা করা হয়।

এ সময়ে কনে মৌসুমি আক্তার (১৬) ও বর আমির হামজাকে (২০) আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে বরকে তিন মাসের কারাদণ্ড ও মেয়ের নানা আতিয়ার রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করে মেয়েকে ছেড়ে দেওয়া হয়।

এ সময় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বলেন, বাল্যবিয়ের খবরটি পান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। পরে তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পায় নবম শ্রেণির অপ্রাপ্তবয়স্ক ওই ছাত্রী।

এ সময় তিনি আরো বলেন, বাল্যবিয়ে একটি শাস্তিযোগ্য অপরাধ তাই অপরাধীদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যহত থাকবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর