ছয় ঘণ্টাব্যাপী বলয়গ্রাস সূর্য গ্রহণ ২৬ ডিসেম্বর

ছয় ঘণ্টাব্যাপী বলয়গ্রাস সূর্য গ্রহণ ২৬ ডিসেম্বর

অনলাইন ডেস্ক

ছয় ঘণ্টাব্যাপী বলয়গ্রাস সূর্য গ্রহণ হবে আগামী ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার)। সূর্য গ্রহণটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে।

আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে আংশিক সূর্য গ্রহণ দেখা যাবে।

গ্রহণ দেখতে আগ্রহীদের উদ্দেশে বিশেষ সতর্কতা জারি করেছে পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার।

তারা জানিয়েছে, 

তবে খালি চোখে গ্রহণ দেখা উচিত নয় বলে জানা গেছে। তাতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। অ্যালুমিনাইজ ড মাইলার, কালো পলিমার কিংবা ১৪ নম্বর শেডের ঝালাই কাচ দিয়ে সূর্যগ্রহণ দেখা উচিত।

তবে টেলিস্কোপের সাহায্যে সাদা বোর্ডে সূর্যের প্রতিবিম্ব তৈরি করে নেওয়াটাই গ্রহণ দেখার সবচেয়ে ভালো উপায়।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্যের জন্য www.bmd.gov.bd/astronomy/eclipse তে সার্চ (অনুসন্ধান) করতে বলা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর