ফরিদপুরে  পৃথক বজ্রপাতে নিহত ৩ 

প্রতীকী ছবি

ফরিদপুরে  পৃথক বজ্রপাতে নিহত ৩ 

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলায় পৃথক বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।  আজ বৃহস্পতিবার দুপুরে পৃথকভাবে এ বজ্রপাত হয়। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয়রা জানান, সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি স্বজনকান্দা ও বাতা গ্রামে বেলা দুইটার দিকে বৃষ্টিপাতের আগে বিকট শব্দে বজ্রপাত শুরু হয়।

 বজ্রপাতে কাগদি স্বচনকান্দা গ্রামের ইদ্রিস মোল্যার স্ত্রী হাসি বেগম (৪৫) ও বাতা গ্রামের ইসমাইল মোল্যার পুত্র বিল্লাল মোল্যা (৪৭) নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও দুইজন।  

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হাসি বেগম রান্না ঘরে কাজ করার সময় ঘরের উপর বজ্রপাত হলে সে নিহত হয় আর বিল্লাল মোল্যা বাড়ির পাশের একটি পাটক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে সে নিহত হন।

 

এদিকে, একই সময় নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়া গ্রামে ইমরান বেপারী (২২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বজ্রপাতে। বিলনালিয়া গ্রামের সাইদুল মেম্বারের বাড়ীর কাছে নদীর ঘাটে পাট ধোয়ার সময় বজ্রপাত হলে ইমরান মারা যায়।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর