কোমরে গামছায় পেঁচিয়ে রাখাছিল ১১টি স্বর্ণের বার অতঃপর...

সংগৃহীত ছবি

কোমরে গামছায় পেঁচিয়ে রাখাছিল ১১টি স্বর্ণের বার অতঃপর...

অনলাইন ডেস্ক

ভারতে পাচারকালে কোমরে গামছায় পেঁচিয়ে রাখা ১১টি স্বর্ণের বারসহ জাকির হোসেন (৩১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক জাকির হোসেন লক্ষীদাড়ী গ্রামের মো. আরিজুল মোল্লার ছেলে।  

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, লক্ষীদাড়ী এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল লক্ষীদাড়ী সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

 

এ সময় সেখানে সন্দেহজনক ভাবে চলাফেরা করতে থাকা জাকির হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তার কোমর থেকে গামছা দিয়ে পেঁচানো ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। মূল্য প্রায় এক কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।

সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।  

news24bd.tv/কেআই