'‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌যৌন হেনস্থা হলে বিয়ে করবে কে? এই চিন্তাটাই ভুল'

'‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌যৌন হেনস্থা হলে বিয়ে করবে কে? এই চিন্তাটাই ভুল'

অনলাইন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন আলিয়া ভাট। এক সন্তানের মা তিনি। অভিনয়ে দক্ষতা দেখিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন শুরু থেকেই। এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন।

 

কিছু দিন আগেই মালয়ালম ছবির জগতে যৌন হেনস্থার ঘটনা নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে হেমা কমিশন। তারপর থেকেই বিনোদন জগতে যৌন হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুলছেন অনেকে। সমাজে নারীর অবস্থানও আলোচনায় উঠে আসছে।

আলিয়া দাবি করেন, নির্যাতিতাকেই দোষ দেওয়া হওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে।

যৌন হেনস্থার শিকার হলে নির্যাতিতার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

তিনি বলেন, “আমাদের সংস্কৃতি এমন, যৌন হেনস্থা হলে নির্যাতিতাকেই দোষারোপ করা হয়। পরিবারও নির্যাতিতার দিকে আঙুল তুলতে থাকে। নির্যাতিতারও নিজের মনে প্রশ্ন ওঠে, ‘কে আমাকে বিয়ে করবে? এবার আমার কী হবে? লোকে আমাকে নিয়ে কী ভাবছে?’ এই পুরো বিষয়টাই ভুল। ”

অভিনেত্রীর দাবি, এই জন্য সত্য প্রকাশ্যে আনতে ইতস্তত বোধ করেন নির্যাতিতারা। তাঁর কথায়, “নির্যাতিতারা এই জন্য কাউকে কিছু বলতে পারেন না। এমনকি নিজের বাবা-মার থেকেও হেনস্থার কথা লুকিয়ে রাখেন। তাই সবটা বলার জন্য সত্যিই অনেকটা সাহসের প্রয়োজন পড়ে। অবশ্যই প্রত্যেকের নির্দ্বিধায় সত্য প্রকাশ্যে আনা উচিত।

news24bd.tv/TR    

এই রকম আরও টপিক