পোশাক ও বস্ত্রখাতের ক্রয়াদেশ অন্য দেশে নেওয়ার পাঁয়তারা চলছে: বিটিএমএ

পোশাক ও বস্ত্রখাতের ক্রয়াদেশ অন্য দেশে নেওয়ার পাঁয়তারা চলছে: বিটিএমএ

নিজস্ব প্রতিবেদক

পোশাক ও বস্ত্রখাতের ক্রয়াদেশ অন্য দেশে নেওয়ার পাঁয়তারা চলছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই খাতের ভবিষ্যৎ ভালো মনে করছেন না ব্যবসায়ীরা। সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা।

আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করা হয়।

এ সময় সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল জানান, দেশের বস্ত্রখাত নিয়ে বিদেশি ভাবমূর্তি খুবই খারাপ। দ্রুত ঠিক করতে না পারলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা দেখছেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিভিন্ন দেশে প্রণোদনা দেওয়ার উদ্দেশ্য আছে। প্রণোদনা দেওয়ার আগে প্রয়োজনে সরকার নিজের লাভ বিবেচনা করুক।

লুটপাট যা হয়েছে তার ১০ শতাংশ প্রণোদনা দিলেও অর্থনীতির জন্য ইতিবাচক হবে বলে জানায় বিটিএমএ।

এলডিসি উত্তরণের জন্য পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বিটিএমএ সভাপতি বলেন, বিভিন্ন সূচকের মাধ্যমে প্রবৃদ্ধির কথা বলা হয় ইপিবির পক্ষ থেকে, যা সম্পূর্ণ মিথ্যা কথা। এলডিসি উত্তরণ করবেন যা পুরোপুরি মিথ্যা।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক