আইডিয়াল-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অন্তত ১৮

আইডিয়াল-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অন্তত ১৮

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের বিষয়ে ঢাকা কলেজের আহত শিক্ষার্থী বদিউজ্জামান বাদল বলেন, ঢাকা কলেজ সকাল দশটার দিকে নবীন বরণ অনুষ্ঠান হচ্ছিল। সেখানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আসে।

একপর্যায়ে তাদের সাথে হাতাহাতি সৃষ্টি হয়।

পরে কলেজের সিনিয়ররা বিষয়টি মীমাংসা করলেও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তা মেনে নেয়নি। পরবর্তীতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে সাইন্স ল্যাবরেটরিজ মোড় এলাকাসহ কলেজের ভেতরে আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে হামলা চালায় এতে আমাদের অন্তত ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী আহত হয়।

অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থী মো. হোসাইন অভিযোগ করে বলেন, সকালে আমাদের আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী সাইন্স ল্যাবরেটরি মোড়ে সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যায়।

সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা  দুইজনকে মারপিট করে আহত করে। পরে আমাদের কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মীমাংসার জন্য ঢাকা কলেজের দিকে যাচ্ছিলাম। সে সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীর উপরে হামলা চালায়। এতে ১০-১৫ জন শিক্ষার্থী আহত হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়ে আসা শিক্ষার্থীদের ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

news24bd.tv/FA