মেরুদণ্ডহীন শাসন দিয়ে দেশ সংস্কার সম্ভব নয়: অলি আহমেদ

মেরুদণ্ডহীন শাসন দিয়ে দেশ সংস্কার সম্ভব নয়: অলি আহমেদ

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজরা অকপটে চাঁদাবাজি করে যাচ্ছে, সরকার নীরব দর্শকের ভূমিকায়। এমন অভিযোগ করে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, এমন মেরুদণ্ডহীন শাসন দিয়ে দেশ সংস্কার সম্ভব নয়।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন এলডিপি প্রেসিডেন্ট।

তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী কাজ অত্যন্ত ধীর-গতিতে হচ্ছে, যা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করছে।

এসময় দেশের সার্বিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন তিনি। বলেন, যতদ্রুত সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর করতে হবে। যা কঠিন হলেও, এটা করতে হবে। নয়তো গণহত্যাকারীরা মাথাচাড়া দিতে পারে।

প্রশাসনে এখনো শেখ হাসিনার যেসব আজ্ঞাবহ লোক রয়েছে, তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান অলি আহমেদ। আরও বলেন, ক্ষমতার লোভে শেখ হাসিনা ভারতের কাছে দেশকে কুক্ষিগত করেছিল।

চাইলেই প্রতিবেশী বদলানো সম্ভব নয় উল্লেখ করে এলডিপি প্রেসিডেন্ট আরও বলেন, নিজস্ব সার্বভৌম রক্ষায় যৌক্তিক পদক্ষেপ নিতে হবে।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক