ধর্ষণ ও হত্যার ঘটনায় আজমির শরীফে বিচার চাইলেন শ্রাবন্তী

ধর্ষণ ও হত্যার ঘটনায় আজমির শরীফে বিচার চাইলেন শ্রাবন্তী

অনলাইন ডেস্ক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে আজমির শরিফে গিয়ে বিচার চাইলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী। শ্রাবন্তী সোশ্যাল হ্যান্ডেলে ছবি দিয়েছেন। সেখানে তার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে।

মাথায় ওড়না দিয়ে কখনো প্রার্থনা করে সুতো বাঁধছেন শ্রাবন্তী আবার কখনো-বা তনুশ্রীর সঙ্গে ফুলের ডালি হাতে।

আরও পড়ুন: অভিনেত্রীরাও সুযোগ নিয়েছেন: শ্রীলেখা

এ সময় বেশ কিছু সেলফিতেও দেখা গেছে তাদের। সেসব ছবি শেয়ার করে শ্রাবন্তী লেখেন, ‘শান্তি ফিরুক। ন্যায়বিচারের জন্য প্রার্থনা করলাম।

প্রসঙ্গত, মাসখানেক হয়ে গেলো আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের। এরপর থেকেই চলছে প্রতিবাদ। শুরু থেকেই বিক্ষুব্ধদের দলে সক্রিয় শ্রাবন্তী-তনুশ্রী। সোমবার (৯ সেপ্টেম্বর) শীর্ষ আদালতে যখন মামলার শুনানি চলছে, তখন দরগায় ন্যায়বিচারের প্রার্থনা নিয়ে পৌঁছে গেলেন তারা।

এদিকে এই ঘটনায় রাস্তায় নেমেছে সব শ্রেণি-পেশার মানুষ। প্রতিবাদ জানাচ্ছেন শোবিজের অনেক তারকাও। অনেকে রাস্তায় নেমে বিক্ষোভ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগও চাইছেন।

news24bd.tv/SC