বিডিআর বিদ্রোহ: ১৭ স্পেশাল প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সংগৃহীত ছবি

বিডিআর বিদ্রোহ: ১৭ স্পেশাল প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক

পিলখানায় বিডিআর বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য মামলার ১৭ জন স্পেশাল প্রসিকিউটরের নিয়োগ বাতিল করেছে সরকার।

সোমবার আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক আদেশে এ কথা জানানো হয়েছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর সদরদপ্তরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়।

No description available.

বিচার বিভাগের আদেশে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি করা বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার ১৭ জন বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল হলো।

news24bd.tv/FA