জাতীয় ঐক্যের বিকল্প নেই: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। 

জাতীয় ঐক্যের বিকল্প নেই: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে জাতীয় ঐক্যের বিকল্প নেই। জাতীয় ঐক্যই পারবে আওয়ামী লীগ সরকারের করা ধ্বংসযজ্ঞ থেকে দেশকে নতুন করে সাজাতে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ।  

আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস কেমন গেল, কেমন যেতে পারতো' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, সরকার যত তাড়াতাড়ি নির্বাচনের রূপরেখা দেবে তত তাড়াতাড়ি তাদের প্রতি দেশের মানুষের আস্থা বাড়বে।

এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হবে, তবে তাদের কী কী এজেন্ডা রয়েছে এবং কতদিন লাগবে তা জানাতে হবে। তবে এক মাস সরকারের মূল্যায়নের জন্য যথেষ্ট নয়।

আর দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

আলোচনা সভায় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ ১৮টি রাজনৈতিক দল।  

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক