হিন্দু মহাসভার হুমকি নিয়ে যা জানাল বিসিবি

হিন্দু মহাসভার হুমকি নিয়ে যা জানাল বিসিবি

অনলাইন ডেস্ক

সম্প্রতি টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এমন ফুরফুরে মেজাজ নিয়েই এবার তাদের মিশন ভারতের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ। তবে আসন্ন এই সিরিজ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কানপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হামলার হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা।

এ বিষয়ে চুপ থাকলেও এবার মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘এ রকম সব সময় সব দেশের খেলাতে অন এন্ড অফ থাকেই। আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে, আমরা সেভাবেই করব।

হিন্দু মহাসভার দেওয়া হুমকির বিষয়ে দলটির সভাপতি জয়বীর ভরদ্বাজ বলেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর গণহত্যা হচ্ছে। মন্দির ধ্বংস করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ম্যাচের বিরোধিতা করবে। তাই শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত। অন্যথায় দেশে অশান্তি হবে।

হামলার হুমকির এই বিষয়টি স্বীকার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে কানপুরে। এই ম্যাচে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা।

সংগঠনটির সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবে। শেষ পর্যন্ত এ ম্যাচের আয়োজন করলে এতে হামলারও হুমকি দিয়েছেন তিনি।

হিন্দু মহাসভার এমন হুমকি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও (বিসিসিআই)। এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে, পরিবর্তন করা হতে পারে ভেন্যু। সে ক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে।

news24bd.tv/JP