শাহবাগের নতুন নাম প্রস্তাব কুদ্দুস বয়াতির

শাহবাগের নতুন নাম প্রস্তাব কুদ্দুস বয়াতির

অনলাইন ডেস্ক

গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপর থেকে আনসার সদস্য, রিকশাওয়ালাসহ বিভিন্ন সময়ে নতুন অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন গোষ্ঠী নানান দাবি-দাওয়া নিয়ে রাজধানীর শাহবাগে জড়ো হতে দেখা যায়। এসবে যেন খানিকটা বিরক্তি প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি।

শাহবাগের নাম পাল্টে নতুন নাম রাখার প্রস্তাব পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কুদ্দুস বয়াতি। তিনি লিখেছেন, ‘শাহবাগের নাম পাল্টে মামাবাড়ির আবদারবাগ রাখা হোক। ’

কুদ্দুস বয়াতির এই পোস্ট পছন্দ করেছেন তার ভক্ত-অনুরাগীরা।

বিষয়টি নিয়ে গায়ক এক গণমাধ্যমে বলেন, ‘ফেসবুকে পোস্টটা আমি দিয়েছি। কয়েক দিন আগে নতুন সরকার এসছে। এ সরকার এখনও ঠিকমতো বইতে পারছে না। এর মধ্যেই সবাই সবার দাবি-দাবি দাওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করছে, শাহবাগে আন্দোলন করছে। এটা কোনো যুক্তির কথা না। তাই আমি বলেছি শাহবাগের নাম পাল্টে মামাবাড়ির আবদারবাগ রাখা হোক। ’ কারণ এই সময়ে এমন আবদার আমার কাছে মামার বাড়ির আবদারের মতো মনে হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘নতুন সরকারকে কমপক্ষে দুই-চার বছর সময় দিতে হবে, ভালো করে বসার জন্য। এই অল্প সময়ের মধ্যে এত শত দাবি নিয়ে আসা মঙ্গলজনক নয়। এ জন্যই আমি এই স্ট্যাটাসটি দিয়েছি। ’

আরও পড়ুন: যে কারণে মধ্যরাতে রাজপথে নামছেন বাঁধন  

এদিকে জানা গেছে, ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন আজমেরী হক বাঁধন। ‘শেকল ভাঙার পদযাত্রা’য় অংশ নেওয়ার জন্য সকল নারীদের আমন্ত্রণ জানান তিনি। এটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৩০ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিটে শাহবাগে। নারীদের অংশগ্রহণে এই পদযাত্রাটি যাবে সংসদ ভবন অভিমুখে।

news24bd.tv/TR