শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিলের ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে

সংগৃহীত ছবি

শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিলের ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ অফিসারদের কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) বাতিল সংক্রান্ত ফাইল স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে পাঠানো হয় বুধবার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ফাইল আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে।

জানা গেছে, প্রধান উপদেষ্টার অনুমতির পর স্বরাষ্ট্র উপদেষ্টা সই করলেই জারি হবে প্রজ্ঞাপন।

এরপরেই বাতিল হবে সাবেক প্রধানমন্ত্রীসহ বাকিদের কূটনৈতিক পাসপোর্ট। শেখ হাসিনা এখন কূটনৈতিক পাসপোর্টের ওপর ভিত্তি করেই ভারতে অবস্থান করছেন।

news24bd.tv/FA