জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীন প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেড, টঙ্গী, গাজীপুর। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ অটোমোবাইল/ পাওয়ার)
পদসংখ্যা: ৫
২. পদের নাম: জুনিয়র অফিসার বা সমমান
পদসংখ্যা: ৪
৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৩
৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৬
৫. পদের নাম: বার্তাবাহক
পদসংখ্যা: ১
বয়সসীমা
২০২৪ সালের ৩১ জুলাই প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান অথবা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জেনে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৫৮ টাকাসহ মোট ৫৫৮ টাকা; ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৩৫ টাকাসহ মোট ৩৩৫ টাকা; ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ৬ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত।
news24bd.tv/TR