দেশের পরিস্থিতি নিয়ে ৬০ দেশের প্রতিনিধিদের ব্রিফিং করলো পররাষ্ট্র মন্ত্রণালয়

সংগৃহীত ছবি

দেশের পরিস্থিতি নিয়ে ৬০ দেশের প্রতিনিধিদের ব্রিফিং করলো পররাষ্ট্র মন্ত্রণালয়

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিং করলো পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুর তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়।

এতে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত, জার্মানি, কানাডা, রাশিয়া, ইইউ, স্পেন, ইতালি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, চীনসহ অন্তত ৬০ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং জাতিসংঘের প্রতিনিধিরা।

ছাত্র-জনতার সর্বাত্মক আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি, হত্যার তথ্য বিদেশি বন্ধু ও উন্নয়ন সহযোগীদের তুলে ধরা হবে বৈঠকে।

একইসাথে বর্তমান সরকারের কর্মপরিকল্পনাও তুলে ধরা হবে।

বৈঠক থেকে বেরিয়ে একাধিক কূটনৈতিক প্রত্যাশা জানান বাংলাদেশের পরিস্থিতি শিগগরিই স্বাভাবিক হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক