তেজগাঁও জোনের তিন থানার কার্যক্রম শুরু

সংগৃহীত ছবি

তেজগাঁও জোনের তিন থানার কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর সেনাপাহারায় শুরু হয়েছে ঢাকা মেট্রোপলিটনের পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের তিন থানার কার্যক্রম। শুক্রবার (৯ আগস্ট) সকাল ৮টায় এসব থানার কার্যক্রম শুরু হয়। এ সময় থানার কর্মকর্তাসহ বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

পরে সংবাদ সম্মেলনে মেজর মো. সাখাওয়াত খন্দকার জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলেছে সেনাবাহিনী।

থানায় কোনো প্রকার হামলা হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন তারা।

তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক বলেন, আমরা এখনও সুস্থ রয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্যরা এলাকার ব্যবসায়ী, ছাত্রসমাজসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। আমরাও কথা বলেছি।

সবার সহযোগিতায় আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ৪০ জন সদস্য এসেছেন। আরও সদস্য আসবেন। সকাল ৮টা থেকে সাধারণ ডায়েরি (জিডি) নেয়া শুরু করেছি। যত ধরনের পুলিশিং কার্যক্রম রয়েছে সব চলবে। সেবার জন্য এলাকাবাসীকে থানায় আসার অনুরোধ জানিয়েছেন ডিসি।  
 
তিনি আরও বলেন, তেজগাঁও বিভাগের তিনটি থানার কার্যক্রম শুরু করতে পেরেছি। তবে মোহাম্মদপুর, আদাবর ও শিল্পাঞ্চল থানার কার্যক্রম চালু করতে আরও সময় লাগবে। ’

এলাকাবাসীর উদ্দেশ্যে ডিসি আজিমুল হক বলেন, ‘এ থানা আপনার। পুলিশও আপনার। আপনার প্রয়োজনেই পুলিশ দরকার হয়। পুলিশের প্রতি যে ক্ষোভ আপনার রয়েছে সেটা কিছু ভুল সিদ্ধান্তের কারণে হয়েছে। এ জন্য সমগ্র পুলিশ বাহিনী দোষী না। বিগত সময়ে যা হয়েছে, সব দোষত্রুটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

কান্নাজড়িত কণ্ঠে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন বলেন, ‘বিগত দিনে একসঙ্গে কাজ করেছি অনেক সদস্য এখন আর নেই। আমাদের হৃদয় এখন ভারাক্রান্ত। সত্যিকার অর্থে আমাদের পুলিশ পরিবার ট্রমাটাইজ। আমরা জনগণের প্রয়োজনে কাজ করি। আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাতে পারি না। আজও ফিরে আসা কিন্তু জনগণের জন্য। ’        
 
তিনি আরও বলেন, ‘আমাদের চেইন অব কমান্ডে কাজ করতে হয়। আগেও অর্ডারে কাজ করেছি, এখনও তাই। তবে অনেক সহকর্মী ভেঙে পড়েছে। আমাদের ব্যর্থতা ওভারকাম করে সত্যিকারে মানুষের সেবায় এগিয়ে আসতে পারে, সেই চেষ্টা করব। ’

news24bd.tv/কেআই