ফিফার সাবেক প্রেসিডেন্ট ইসা হায়াতু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিসে তার মৃত্যু হয়।
ঈসা হায়াতুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বর্তমান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
১৯৮৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় সিএএফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইসা হায়াতু। ২০১৫ সালের অক্টোবরে ফিফার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নির্বাচিত হন ইসা হায়াতু। ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাটিতে কাজ করেন তিনি।
তবে এই সময়ে দুর্নীতির অভিযোগে ২০২১ সালে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল তাকে।
news24bd.tv/কেআই