ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র-সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ফুটবলার আব্দুস সালাম মুশের্দী। এর পাশাপাশি তিনি বাফুফের ফিন্যান্স কমিটি ও বাফুফে রেফারিজ কমিটির চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। সাবেক এই ফুটবল তারকা ২০০৮ সাল থেকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে বাফুফের দায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য, খুলনার ইয়ং মুসলিম ক্লাবের মাধ্যমে প্রথম বিভাগে খেলা শুরু করেন সালাম মুর্শেদী। এরপর ১৯৭৭ সালে আজাদ স্পোর্টিং-এ যোগ দিয়ে ঢাকায় চলে আসেন। আজাদ স্পোর্টিং-এ দুই বছর এবং বিজেএমসি ক্লাবে এক বছর খেলে সুযোগ পান স্বপ্নের ক্লাব মোহামেডানে খেলার।
কাজী সালাউদ্দিনের রেকর্ড ভেঙ্গে ১৯৮২ সালে ঢাকা ফুটবল লীগে তার ২৭ গোলের রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি।
news24bd.tv/SC