প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার (৭ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগে থেকেই চুক্তিতে থাকা তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির মেয়াদ গত মাস থেকে আরও বাড়ানো হয়েছিল। চুক্তি বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়, তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির অবশিষ্ট অংশ বাতিল করা হয়েছে।
চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে গত বছরের ৪ জুলাই তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু তখন তাঁর অবসরোত্তর ছুটি এবং এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে পরবর্তী এক বছরের জন্য তাঁকে চুক্তিতে নিয়োগ দেয় সরকার। সেই মেয়াদ শেষে গত ৫ জুলাই থেকে তাঁর চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়।
এদিকে চুক্তি ভিত্তিতে থাকা প্রশাসনের আরও কয়েক কর্মকর্তার চুক্তির মেয়াদ বাতিল হতে পারে বলে প্রশাসনে আলোচনা চলছে।
news24bd.tv/আইএএম