খালেদা জিয়ার হাতে পাসপোর্ট

খালেদা জিয়া ও তাঁর পাসপোর্ট

খালেদা জিয়ার হাতে পাসপোর্ট

নিজস্ব প্রতিবেদক

গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হাতে পান।  
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ বুধবার দুপুরে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ বুধবার বলেন, হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে তাঁর একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার গতকাল রাতে পাসপোর্টটি গ্রহণ করেন।
খালেদা জিয়াকে গতকাল নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়।

 
দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তাঁর সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার।
সেসময় তাঁর পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল।  

news24bd.tv/ডিডি
 

এই রকম আরও টপিক