দেশকে বদলে দিতে দেশের মানুষকে ড. মুহাম্মদ ইউনূসের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
আজ মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
নুরুল হক নুর বলেন, ‘দলীয় কারণে অনেক মেধাবীই দেশের বাহিরে চলে গেছেন। আপনারা ড. ইউনূসের মতো মানুষের পাশে দাঁড়ান।
ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘সবাই মিলে কাজ করলে ৫ বছরের মধ্যেই অনেক পরিবর্তন হবে। এই মুহূর্ত আমাদের লিডার ড. ইউনূস। তাকে সবাইকে সহযোগিতা করতে হবে। আগামী ৩ মাসের মধ্য নির্বাচন দিতে হবে। যদি বিশেষ পরিস্থিতি প্রয়োজন হয়, হয়ত আরও ১ মাস লাগতে পারে। ’
দলীয় লেজুরবৃত্তিক রাজনীতির কারণে মেধাবীদের সুযোগ দেওয়া হয়নি দাবি করে নুর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ থাকলে সমাজে ও রাজনীতিতে প্রভাব আসবে। ’
দেশের বিভিন্ন স্থানে যা হামলা ও ভাঙচুর হচ্ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নুর বলেন, ‘আমাদের ফোকাস থাকবে অসৎ কেউ যাতে আলু পোড়া খেতে না পারে। পুলিশ তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সাধারণ পুলিশের ওপর হামলা করা যাবে না। আমরা এটা নিয়ন্ত্রণ করব। আমরা বলেছি কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাঙা যাবে না। ’
নুরুল হক নুর বলেন, ‘আমরা দেখেছি অনেকগুলো টেলিভিশনের অফিসে ভাঙচুর করা হয়েছে, এটা করা যাবে না। এটা আন্দোলনকারীদের কাজ না। যারা এগুলো করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে। যারা এগুলো করছে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। যদি কেউ অপরাধ করে তার বিচার হবে। ’
নুর বলেন, ‘আমরা দেখেছি অনেকের বাড়িতে আক্রমণ হয়েছে। বাড়িতে আক্রমণ কেন? তবে এটাও মনে রাখতে হবে এটা আম জনতার কাজ নয়। এর পেছনে রাজনৈতিক মদদও থাকতে পারে। ’
শেখ হাসিনার পদত্যাগের পর ড. ইউনূসকে প্রধান করে অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ড. ইউনূস এ প্রস্তাব গ্রহণও করেছেন।
news24bd.tv/কেআই