বেরোবিতে পদত্যাগের হিড়িক

বেরোবিতে পদত্যাগের হিড়িক

অনলাইন ডেস্ক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগের প্রভাব পড়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবিতে)। চলমান পরিস্থিতিতে বেরোবির ছয়টি গুরুত্বপূর্ণ দপ্তরের পরিচালক পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।

৬ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহনপুলের পরিচালক পরিচালক ড.কামরুজ্জামান, লাইব্রেরি পরিচালক ড. গাজী মাজহারুল আনোয়ার, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. বিজন মোহন চাকী, বহিরাঙ্গন বিভাগের পরিচালক এবং ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম পদত্যাগ করেন।

news24bd.tv/আইএইচ/তৌহিদ