ডিএমপির সব সদস্যকে ছুটি দেওয়ার খবর সঠিক নয়: পুলিশ সদর দপ্তর

ডিএমপির সব সদস্যকে ছুটি দেওয়ার খবর সঠিক নয়: পুলিশ সদর দপ্তর

অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব সদস্যকে (ফোর্স) ছুটি দেওয়া হয়েছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর প্রচার হয় তা সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে এক খুদে বার্তায় বলা হয়, ডিএমপির সকল ফোর্সকে ছুটি দেওয়া হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবর সঠিক নয়।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সহায়তা করছে। এ বিষয়ে সকলের সহযোগিতা আশা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

এদিন, ৫টার দিকে আনসারের মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতিতে দেশের নিপারপত্তা একেবারে ভেঙে পড়েছে। এমন অবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করা হয়েছে।

news24bd.tv/আইএইচ/তৌহিদ