বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে হতাহতের ঘটনার পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের এক দফা দাবির জেরে পতন হয় হাসিনার স্বৈরশাসনের।
স্বৈরশাসনের পতনের পর সোমবার (৫ আগস্ট) দুপুরের পর থেকে সারা দেশে উল্লাসে ফেটে পড়ে দেশের মানুষ। বাইরে বের হয়ে পতাকা হাতে, স্লোগান দিতে থাকেন সবাই। অনেককে মিষ্টি বিলি করতেও দেখা যায়।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে শাকিব খান তার ফেসবুকে লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়।
সবশেষে শাকিব লিখেছেন, জাতি, ধর্ম-বর্ণ-নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে- আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।
news24bd.tv/এসএম