দীপু মনির বাসভবনে হামলা

দীপু মনির বাসভবনে হামলা

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবি কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে চাঁদপুরে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনির বাসভবনে হামলা চালায় আন্দোলনকারীরা।  

রোববার (৪ জুলাই) দুপুর ২টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা দীপু মনির বাসভবনের রেস্ট হাউস ও নিচতলায় থাকা পাঁচ-ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ ছাড়াও জেলা আওয়ামী লীগ কার্যালয়, ভূমি অফিস, বাবুরহাটে বঙ্গবন্ধু গেট ও মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।  

মন্ত্রীর বাসভবনের নিচে দৈনিক চাঁদপুর বার্তা নামের স্থানীয় একটি পত্রিকার কার্যালয় রয়েছে। ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারি বলেন, বিএনপি-জামায়াত কর্মীরা চাঁদপুর বার্তার কার্যালয়েও হামলা চালায়।  
ঘটনার সময় সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি ঢাকায় ছিলেন।

তবে তার স্বজনরা বাড়িতে ছিলেন বলে দলের কর্মীরা জানিয়েছেন।

news24bd.tv/আইএইচ