বরিশালে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বরিশালে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। আজ রোববার (৪ আগস্ট) বেলা দুইটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম টুটুল চৌধুরী (৬০)। তিনি বরিশাল মহানগরীর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

হাসপাতালের চিকিৎসকেরা বলেন, নিহত টুটুলের মাথায় ধারালো অস্ত্রের আঘাত আছে। রক্তক্ষরণ ও মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে নগরের করিম কুটির এলাকায় আন্দোলনকারীরা আকস্মিক হামলা চালায়।

এ সময় সেখানে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরে আওয়ামী লীগ নেতা টুটুলকে কুপিয়ে ও ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

news24bd.tv/SHS