রাজধানীতে পুলিশের গাড়ি ভাঙচুর, প্রেসক্লাব ও বাংলামোটরে পুলিশ বক্সে ভাঙচুর

রাজধানীতে পুলিশের গাড়ি ভাঙচুর, প্রেসক্লাব ও বাংলামোটরে পুলিশ বক্সে ভাঙচুর

অনলাইন ডেস্ক

দেশব্যাপী চলমান অসহযোগ আন্দোলনের মধ্যে রাজধানী উত্তপ্ত হয়ে উঠেছে। রাজধানীর সিএমএম কোর্টে পুলিশের গাড়ি ভাংচুর করেছে আন্দোলনকারীরা।

রোববার (৪ আগস্ট) আন্দোলনকারীদের সহিংসতায় প্রেসক্লাবে ও বাংলামোটরে পুলিশ বক্সে চালানো হয়েছে ভাঙচুর।

এ সময় তারা লাঠিসোঁটা নিয়ে আদালত প্রাঙ্গণে ভাঙচুর চালায় এবং চারদিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

এ অবস্থায় আদালত প্রাঙ্গণে থাকা পুলিশের সদস্যরা প্রথমে আদালত ভবনের ভেতরে ঢুকে পড়েন। পরে তারা এসে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়লে আন্দোলনকারীরা দ্রুত স্থান ত্যাগ করে সড়কে চলে যায়।

এদিকে বিএনপিপন্থি আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন। সরকার পতনের এক দফা দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করেন।

এর আগে রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশের প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। লাঠিসোঁটা হাতে নিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে তারা।

পরে তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। রায়সাহেব বাজারে যাওয়ার সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে।

এদিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে উত্তরায় সংবাদমাধ্যম নিউজ টোয়েন্টিফোরের দুই সংবাদকর্মী আহত হয়েছেন।

news24bd.tv/SC