ডিবি থেকে ছাড়া পেয়ে ফেসবুক পোস্টে যা বললেন সমন্বয়ক আসিফ মাহমুদ

ডিবি থেকে ছাড়া পেয়ে ফেসবুক পোস্টে যা বললেন সমন্বয়ক আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে ছাড়া পেয়ে আন্দোলনকারী ছাত্র-জনতাকে ধন্যবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এছাড়াও আন্দোলন নিয়ে তিনি জানিয়েছেন, রাজপথের আন্দোলনের সিদ্ধান্ত রাজপথ থেকেই আসবে।

গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে এক ফেসবুক পোস্টে এসব কথা জানান আসিফ মাহমুদ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, রাজপথের আন্দোলনের সিদ্ধান্ত রাজপথ থেকেই আসবে।

ডিবি অফিস থেকে ইচ্ছার বিরুদ্ধে আদায়কৃত ঘোষণা প্রত্যাখ্যান করে রাজপথে নেমে আসা ছাত্র-জনতাকে সালাম জানাই।  

তিনি আরও লেখেন, শান্তিপূর্ণ আন্দোলনে নির্মম হত্যাকাণ্ডের বিচার, দায়ীদের পদত্যাগ ও নির্বিচারে গণগ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচি চলমান থাকবে। গত ১৯ জুলাই থেকে অকথ্য নির্যাতন-নিপীড়ন সহ্য করছি। আপোষহীনতার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত আছি।

এর আগে, ডিবি থেকে ছাড়া পাওয়ার পর ফেসবুকে পোস্ট দেন সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ।  

এর আগে বৃহস্পতিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তারা হলেন মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। এদিন ভোর ৬টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সমন্বয়কদের পরিবারকে ডিবি কার্যালয়ে আসতে বলা হয়।

news24bd.tv/SHS