খুলনায় পুলিশ-শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া

খুলনায় পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা

টিয়ারসেল নিক্ষেপ, আটক অর্ধশতাধিক

খুলনায় পুলিশ-শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, খুলনা

কোটা আন্দোলনে সারাদেশে ছাত্র হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে খুলনায় পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। কয়েকটি স্থানে লাঠিচার্জের ঘটনা ঘটে।

বুধবার দুপুরে নগরীর রয়েল মোড়, ময়লাপোতা মোড়, শিববাড়ি, ডালমিল মোড়, ডাকবাংলা ও পিকচার প্যালেসসহ বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ অর্ধশতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, বুধবার সকাল থেকেই পুলিশ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে তল্লাশি শুরু করে। এ সময় পুলিশকে পথচারীদের মোবাইল চেক করতে দেখা যায়। দুপুর ১২টার দিকে ময়লাপোতা এলাকায় শিক্ষার্থীরা মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়।

পুলিশের ধাওয়া খেয়ে শিক্ষার্থীদের একটি অংশ আহসানুল্লাহ কলেজে আশ্রয় নেয়। তারা ভেতর ঢুকে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। পরে তালা ভেঙ্গে তাদের আটক করে পুলিশ।

দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী ডালমিল মোড়ে লাঠি নিয়ে মিছিল বের করে। পুলিশ আন্দোলনকারী ভেবে তাদের ধাওয়া দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর ২টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের আরেকটি অংশ মিছিল নিয়ে রয়েল মোড়ে অবস্থান নেয়। একই সময় পিটিআই মোড়ে শিক্ষার্থীদের আরেকটি অংশের ওপর পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। লাঠিচার্জে কয়েকজন আহত হয়।

news24bd.tv/কেআই