‘বৈশ্বিক সংকট মোকাবেলায় তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে’

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

‘বৈশ্বিক সংকট মোকাবেলায় তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে’

অনলাইন ডেস্ক

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বৈশ্বিক সংকট মোকাবেলায় সরকারি কর্মচারীদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। এ জন্য তাদের তথ্য-প্রযুক্তি ব্যবহারে আরো দক্ষ হতে হবে।

রোববার (২৮ জুলাই) বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৪ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত ‘বৈশ্বিক সংকটের আবহে জনসেবায় উদ্ভাবন চর্চা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এই লক্ষ্য অর্জনে প্রয়োজন স্বচ্ছ, জবাবদিহিমূলক, জ্ঞানভিত্তিক, দক্ষ স্মার্ট জনপ্রশাসন। তাই জনপ্রশাসনের প্রতিটি কর্মীকে উদ্ভাবনী চর্চার পাশাপাশি তথ্য প্রযুক্তিতেও দক্ষ হতে হবে।

তিনি আরও বলেন, জনগণকে উন্নত ও মানসম্মত সেবা প্রদান করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ নির্বাহী কমিটির ‘প্রধান পরামর্শক’  মো. মোস্তাফিজুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়া প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন মোস্তফা কামাল, সিনিয়র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়, ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সচিব, অর্থ বিভাগ, ড. মো. হুমায়ুন কবীর, সচিব, রেলপথ মন্ত্রণালয়, আবু হেনা মোরশেদ জামান পিএএ, সচিব, স্থানীয় সরকার বিভাগ।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মাহবুব-উল-আলম।

news24bd.tv/DHL