সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা

সংগৃহীত ছবি

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা

অনলাইন ডেস্ক

মেহেরপুর আদালতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নামে হত্যাসহ দুটি পৃথক মামলা দায়ের হয়েছে।  

আজ সোমবার দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতে জামাত নেতা তারিককে বিচার বহির্ভূত হত্যার অভিযোগে তার ভাই তৌফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক জনপ্রশাসন মন্ত্রী  ফরহাদ হোসেন, তার বোনাই আব্দুস সামাদ বাবলু বিস্বাস ও সাবেক পুলিশ সুপার নাহিদুল ইসলাম নাহিদসহ ২০ জনকে আসামি করে মেহেরপুর আমলী আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার নং ১/২০২৪ তারখি১৯.০৮.২৪।

অপর দিকে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতে সন্ত্রাস দমন আইনে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তার স্ত্রী সৈয়দা মোনালিসাসহ ১৬৬ জকে আসামি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন।

বাদীর আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, ১৬৬ জনের নামে একটি সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।  

মামলাটি আমলে নিয়ে বিচারক মঞ্জুরুল ইমাম সদর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন। মামলার বাদি হাসনাত জামান বলেন, আদালতে এজাহার জমা দিয়েছি। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়েছেন।

news24bd.tv/কেআই