সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি

সংগৃহীত ছবি

সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে 'আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ'।

রোববার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

লিখিত বক্তব্যে সংগঠনটির আহবায়ক অলিক মৃ বলেন, কোটা ব্যবস্থা না থাকলে অসমতা সৃষ্টি হবে। যাতে অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠী আরও পিছিয়ে পড়বে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য ৫ শতাংশ পুনর্বহালের বিকল্প নেই বলে জানান সংগঠনটির নেতারা।  

এ সময় ৫ শতাংশ কোটায় অধিকতর অনগ্রসর জাতিকে অগ্রাধিকার দেওয়া এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতের দাবি জানানো হয়।

news24bd.tv/DHL