পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গেলো শিশু

পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গেলো শিশু

অনলাইন ডেস্ক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে, নিখোঁজ হয়েছে সাত বছরের একটি শিশু। কমলাকান্দা ফায়ার সার্ভিস অফসের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, শনিবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে রাস্তা পার হতে গিয়ে আচমকা পাহাড়ি ঢলে ভেসে যায় সাত বছরের শিশু বৃষ্টি ঋষি।

বৃষ্টি ওই এলাকার বগাজান গ্রামের কৃপেন্দ্র ঋষি ও ববিতা ঋষি দম্পতির মেয়ে। সে আবকাজান প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

শিশুটির পরিবারের বরাত দিয়ে কমলাকান্দা ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, সকালে বৃষ্টি বাড়ি থেকে বের হয়ে পাশের বাবনী গ্রামে রাস্তা পার হয়ে যাওয়ার সময় পানির স্রোতে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধারে চেষ্টা চালায়। কিন্তু উদ্ধারকাজ ব্যর্থ হয়। পরবর্তীতে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অফিস থেকে ডুবুরি দলকে নিয়া আসা হয়।

শিশুটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি।  

উল্লেখ্য, দুইদিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা এবং কিছু অঞ্চলে পাহাড়ি ঢল দেখা গেছে।  

news24bd.tv/জেপি বর্মা 


 

এই রকম আরও টপিক