যাত্রীর চাপ নেই সদরঘাটে

সদরঘাট

যাত্রীর চাপ নেই সদরঘাটে

অনলাইন ডেস্ক

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। সড়ক ও রেল পথের পাশাপাশি নৌপথেও ঘরে ফিরেত শুরু করেছে মানুষ। তবে রাজধানীর সদরঘাটে আগের মতো চিরচেনা ভিড় দেখা যায়নি। সদরঘাট দিয়ে স্বস্তিতেই ঘরে ফিরছেন যাত্রীরা।

শুক্রবার (১৪ জুন) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে এমন চিত্র দেখা গেছে।

টার্মিনালের পন্টুনে বাঁধা আছে চাঁদপুর-ইলিশাগামী সারিসারি লঞ্চ। লঞ্চগুলোতে যাত্রীদের বাড়তি কোনো চাপ নেই। এখনো কিছু কিছু লঞ্চে কেবিন খালি রয়েছে।

যাত্রীর চাপ কম থাকায় লঞ্চ কর্মচারীদের তেমন কর্মব্যস্ততাও নেই। লঞ্চ সংশ্লিষ্টরা জানান, পরে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে।

মানুষদের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যাত্রীদের সেবা দিতে চালু করা হয়েছে বিশেষ লঞ্চ।

আসন্ন ঈদকে কেন্দ্র করে গত কয়েকদিনে ঘাটে যাত্রীর চাপ কিছুটা বাড়ায় বাড়ানো হয়েছে দৈনিক চলাচলকারী লঞ্চের সংখ্যা। লঞ্চমালিকরা বলছেন, যাত্রীর চাপ বাড়লে লঞ্চের সংখ্যা আরও বাড়ানো হবে।

ঢাকা-ভোলা রুটের এমভি গ্রীনলাইন-২ লঞ্চের কর্মী আতিকুজ্জামান জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে আমাদের যাত্রীর সংখ্যা একেবারে কমে গেছে। ঈদ উপলক্ষে গত কয়েকদিনে যাত্রী বেশ বেড়েছে। আজ সকাল সাড়ে ৮ টায় ভোলার উদ্দেশে এম.ভি গ্রিনলাইন-১ পূর্ণ সংখ্যক যাত্রী নিয়ে ঘাট ছেড়েছে। আর গ্রিনলাইন-২ এর সব টিকেট বিক্রি শেষ। বেশিরভাগ যাত্রী অনলাইনে অগ্রিম টিকেট কেটে রেখেছেন। এ ছাড়া, ঘাটে এসেও অনেকে টিকেট কিনতে পেরেছেন।

ভাড়ার বিষয়ে তিনি জানান, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হচ্ছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভোলাগামী এমভি গ্রিনলাইন-২ এর যাত্রী আবরার সংবাদ মাধ্যমকে জানান, অনলাইনে অগ্রিম টিকেট কেটে রেখেছিলাম। এখানে এসে যেমন ভিড় প্রত্যাশা করেছিলাম সেটা নেই। কোনো বাড়তি ভাড়াও লাগেনি।  

চাঁদপুরগামী লঞ্চ এম.ভি ঈগল-৯ এর কর্মী মিন্টু জানান, ডেকে বেশ ভালো সংখ্যক যাত্রী হলেও কিছু কেবিন ফাঁকা রয়েছে। লঞ্চ ছাড়ার আগে সেগুলোর টিকেট বিক্রি হতে পারে বলে প্রত্যাশা তার।  

এদিকে ঢাকা থেকে হাতিয়া রুটের লঞ্চ আসাদ এম ভি ফারহান-১০ এর টিকিট মাস্টার আসাদ জানান, লঞ্চটির সব কেবিন অগ্রিম বুক করা। কেবিনের যাত্রীরা এলে নির্ধারিত সময় সন্ধ্যা ৬টার আগে যেকোনো সময় লঞ্চ ছেড়ে যাবে।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক