কিউবাতে পৌঁছেছে রাশিয়ার পারমাণবিক নৌবহর

কিউবাতে পৌঁছেছে রাশিয়ার পারমাণবিক নৌবহর।

কিউবাতে পৌঁছেছে রাশিয়ার পারমাণবিক নৌবহর

অনলাইন ডেস্ক

পাঁচদিনের জন্য রাশিয়ার অ্যাডমিরাল গর্শকভ ফ্রিগেট এবং পারমাণবিক সাবমেরিন কাজান একটি টাগবোট ও জ্বালানিবাহী জাহাজকে সাথে নিয়ে কিউবা উপকূলে নোঙ্গর করেছে। বিষয়টিকে রাশির কর্তৃক শক্তিমত্তা প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরার।

রাশিয়ার নৌবহরের আগমনকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানিয়েছে কিউবা সরকার।

কিউবাতে আসার সময় এই চারটি জাহাজ আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে। সাবমেরিন এবং ফ্রিগেটটিতে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কালিবার ক্রুজ মিসাইল ও জাহাজবিধ্বংসী অনিক্স মিসাইল রয়েছে।

ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলো কর্তৃক রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি প্রদানের প্রেক্ষিতে রাশিয়া যুক্তরাষ্ট্রের এতো কাছাকাছি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে কিউবার রাজধানী হ্যাভানা অবস্থিত।

 

রাশিয়ার নৌবহর কিউবার বন্ধু রাষ্ট্রদের নিয়মিত সফরের অংশ এবং তাতে কোনো পারমাণবিক অস্ত্র নেই বলে জানিয়েছে কিউবা। অপরদিকে, এই ঘটনাকে নিয়মমাফিক বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। রাশিয়া কিউবাকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই, তবে আমরা সতর্ক থাকবো।  

news24bd.tv/ab