কৃত্রিম বাধা সত্ত্বেও রাশিয়া বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার: মানটিটস্কি

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মানটিটস্কি।

কৃত্রিম বাধা সত্ত্বেও রাশিয়া বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার: মানটিটস্কি

অনলাইন ডেস্ক

পশ্চিমা বিশ্ব রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সুসম্পর্কে চিড় ধরানোর চেষ্টা করলেও রাশিয়া মিত্র দেশগুলোর নির্ভরযোগ্য অংশীদার হতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মানটিটস্কি। রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার (১২ জুন) তিনি এই কথা বলেন।

মানটিটস্কি বলেন, বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক অনেক পুরোনো। আমাদের মাঝে কোনো অমীমাংসিত রাজনৈতিক ইস্যু নেই এবং সন্ত্রাস, সাইবার অপরাধ, নয়া উপনিবেশবাদ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের দুই দেশের দৃষ্টিভঙ্গি প্রায় একই রকম।

আমাদের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক ভালো অবস্থানে রয়েছে এবং জ্বালানি খাত এই সম্পর্কের শেকড় হিসেবে কাজ করছে।

রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে দুই দেশের সহযোগিতার চূড়ান্ত নিদর্শন উল্লেখ করে মানটিটস্কি বলেন, এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট এই বছর শেষ হওয়ার আগেই চালু হবে।

news24bd.tv/ab