চাঁদপুরে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৩০

চাঁদপুরে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৩০

অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এসময় পুলিশসহ আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। আহতদের মধ্যে দুই পুলিশসহ ৬ জনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

গতকাল মঙ্গলবার (১১ জুন) দিবাগত রাতে শহরের পুরানবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আল আমিন চাঁদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল মজিদ খানের ছেলে। পেশায় অটোরিকশা চালক আল আমিনের স্ত্রী ছাড়াও দুটি শিশু সন্তান রয়েছে।  

এদিকে, এ ঘটনার পর থেকে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়ের নেতৃত্বে ঘটনায় জড়িতদের আটকের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছেন।

নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন, পূর্ব শত্রুতার জেরেই আল আমিনকে গুলি করে হত্যা করা হয়েছে।

তারা হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক সজীব আল আমিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

সংঘর্ষের বিষয়ে চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলম বলেছেন, রাতে এলাকার যুবকদের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের শুরু। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

news24bd.tv/SHS