বান্দরবান থেকে ৩১ কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

বান্দরবান থেকে ৩১ কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর 

অনলাইন ডেস্ক

পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গ্রেপ্তার ৩১ সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে তাদের বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়। কেএনএফের ৩১ সদস্যকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরমধ্যে ১৬ জন নারী এবং ১৫ জন পুরুষ সদস্য রয়েছে।

এদিকে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আগে থেকে আটক আছে কেএনএফের আরও ১৬ জন সদস্য। তাদের মধ্যে একজন নারী এবং ১৫ জন পুরুষ।

৩১ কেএনএফ সদস্য হলো– বশির নাম, রুমাল কম, পিয়াম সম, লাল রুয়াই বম, মাসোয়া বম, ভানলাল দিক যম, পেনাল বম, নল খম বম, লাল ইমানুয়েল যম পায়েল, ভারো সাং বম, জানলাল সম বম, মৌনুন সাং বম, সাল দিন থার বম, পাসুং বম, নম জুয়েল বম, সাল লিয়ান সিয়াম বম, ডান নুয়াম থাং বম, লাল নু এং বম, লাল নুন বম, আলমন বম, সিং রেম ডাক বম, লাল নুন জির বম, লাল নুন কিম বম, লাল ড্রানহ কিম বম, নেমপেল বম, সাল সিং পার বম, ভানরিন কিম বম, চিং এং বম, ভানইন কিম বম, লাল রোয়াত ফেল বম, লাল নুই পুই বম, লাল এং কল বম ও পারঠা জোয়াল বম।

কারাগার সূত্র জানায়, এসব কেএনএফ সদস্যের বিরুদ্ধে বান্দরবানে আলোচিত ব্যাংক ডাকাতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানিয়েছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে মোট ৪ হাজার ৪৪৯ জন বন্দি রয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ২৬৫ জন পুরুষ এবং ১৮৪ জন নারী। এর মধ্যে হাজতি ৩ হাজার ৪৫৪ জন এবং কয়েদি ৯৯৫ জন। আসামিদের ১৭১ জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এবং ৩৩৮ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

news24bd.tv/আইএএম