টসে জিতে অবাক করা সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার, বাংলাদেশ দলেও চমক

টসে জিতে অবাক করা সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার, বাংলাদেশ দলেও চমক

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরেছে বাংলাদেশ।  নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে দলটি আগে নিয়েছে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।  

গতকাল ভারত-পাকিস্তানের ম্যাচ যে পিচে খেলা হয়েছে, আজও খেলা হচ্ছে ওই পিচেই। তারপরেও টসে জিতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মারক্রামের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে।

 

এদিকে, উইনিং কম্বিনেশন ভেঙে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে বাংলাদেশ। আগের ম্যাচে ০ রানে আউট হওয়া সৌম্য সরকারকে একাদশ থেকে দেওয়া হয়েছে বাদ। তার জায়গায় দলে ঢুকেছেন জাকের আলী অনিক। এছাড়া দলে আসেনি আর কোনো পরিবর্তন।

এদিকে, দক্ষিণ আফ্রিকা মাঠে নেমেছে একাদশে কোনো পরিবর্তন না এনেই।  

বাংলাদেশের একাদশ: লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, আইডেন মারক্রাম (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, ওটনেইল বার্টমান।

news24bd.tv/SHS