প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধে আসছেন দক্ষীণি তারকা প্রভাস এবং বলিউডের সুপারস্টার দীপিকা পাডুকোন। সঙ্গে আবার মেগাস্টার অমিতাভ বচ্চন। তাদের আসন্ন সায়েন্স ফিকশনধর্মী ছবি ‘কল্কি ২৮৯৮-এডি’। আগামী ২৭ জুন ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কল্কি’।
তবে মুক্তির আগেই এই ছবির অগ্রিম টিকিট কাটার জন্য ভিড় করছেন সিনেমাপ্রেমীরা। মার্কিন মুলুকে এই ছবির অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে।
ই-টাইমসের এক রিপোর্ট অনুযায়ী মার্কিন মুলুকে মাত্র ২৪ ঘণ্টায় ‘কল্কি’ ছবির ১ দশমিক ১ কোটির অগ্রিম বুকিং হয়ে গেছে। প্রভাস-দীপিকা এই জুটির ছবির ৪ হাজার ২০০ টিকিট এখনই বিক্রি হয়েছে।
এখন থেকেই এই ছবিটি ঘিরে মানুষের উন্মাদনা দেখে খুশি নির্মাতারা।
জানা গেছে, সায়েন্স ফিকশনধর্মী এই ছবির বাজেট ৬০০ কোটির মতো। গত শুক্রবার নির্মাতারা ছবিতে অমিতাভ বচ্চনের ‘অশ্বথামা’বেশী লুক প্রকাশ্যে এনেছেন। অন্তর্জালে তাঁর এই লুক সবাই দারুণ পছন্দ করছেন।
news24bd.tv/TR