সর্বজনীন পেনশনে আসবে সরকারি প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্তরা

জাতীয় সংসদে আবুল হাসান মাহমুদ আলী

সর্বজনীন পেনশনে আসবে সরকারি প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্তরা

সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ২০২৫ সালের ১ জুলাই থেকে সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আনা হবে। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ কথা জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ।

তিনি বলেন, আঠারো বছর বয়সের বেশি জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনার লক্ষ্যে প্রধানমন্ত্রী গতবছরের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন কার্যক্রমের উদ্বোধন করেছেন।

বর্তমানে এ কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

পেনশন সুবিধা পান এমন সব সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসবো। স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এরইমধ্যে এ ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। ২০২৫ সালের ১ জুলাই থেকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্যও আমরা এ ব্যবস্থা চালু করব।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক