‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ 

এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও অর্থনীতিবিদ ড. এম এ রাজ্জাক

বাজেট ২০২৪-২৫

‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ 

অনলাইন ডেস্ক

২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হচ্ছে আজ বৃহস্পতিবার। প্রস্তাবিত বাজেটের আকার হবে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এবারের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। আজ দুপুর ১টায় নিউজ টোয়েন্টিফোরের ‘কড়ির হিসাব নিকাশ’ শীর্ষক বাজেট পূর্ববর্তী টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

  

তিনি বলেন, ‘ইনফ্লেশন কন্ট্রোল করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু ডলারের দাম বাড়ছে, টাকার অবমূল্যায়ন হচ্ছে; ব্যাংকের সুদের হার বাড়িয়ে দেওয়া হয়েছে। ৯ শতাংশ থেকে হঠাৎ ১৩-১৪ শতাংশ করা হয়েছে। এতে করে নতুন করে বিনিয়োগ কমে যেতে পারে।

এই অবস্থায় কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব?’   

এই ব্যবসায়ী নেতা বলেন, ‘প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা পূরণ হবে না যদি না ইনভেস্টমেন্ট ও  ইনকাম না বাড়ে। ’    

ব্যবসায়ীদের সংকটের বিষয়ে তিনি বলেন, ‘সুদের হার হঠাৎ করে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের সমস্যা তৈরি হয়েছে। উৎপাদন ব্যয় আরও বেড়ে গেলে প্রতিষ্ঠান সমস্যায় পড়বে। ’ 

অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. এম এ রাজ্জাক বলেন, ‘বাজেটে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন দুরুহ হবে। আমাদের সুদের হার না বাড়িয়ে স্টাবিলাইজেশনের দিকে নজর দেওয়া দরকার ছিল। ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা না গেলে আরও সমস্যায় পড়তে হবে। ’

news24bd.tv/আইএএম