বিশ্বকাপে ইতিহাস গড়ল উগান্ডা

বিশ্বকাপে ইতিহাস গড়ল উগান্ডা

অনলাইন ডেস্ক

টি২০ বিশ্বকাপে উগান্ডার সুযোগ পাওয়াই বড় চমক। সেই দলটা এবার পেয়ে গেল এই বৈশ্বিক আসরে প্রথম জয়ও।

আজ বৃহস্পতিবার (৬ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পাপুয়া নিউগিনিকে ৩ উইকেটে হারিয়েছে উগান্ডা। নিউগিনির বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এটিই প্রথম জয় পূর্ব আফ্রিকার দেশটির।

প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর এদিন টসে জিতে নিউগিনিকে আগে ব্যাটিংয়ে পাঠায় উগান্ডা। নিউগিনির হয়ে মাত্র তিন ব্যাটার দেখা পায় দুই অংকের দেখা। সর্বোচ্চ ১৫ রান করেন হিরি হিরি। লেগা সিয়াকা আর কিপলিন দরিগার ব্যাট থেকে আসে ১২ রান করে।

১৯ ওভার ১ বলে সবকটি উইকেট হারানোর আগে মাত্র ৭৭ রান করে নিউগিনি। উগান্ডার হয়ে দুটি করে উইকেট নেন আলপেস রামজানি, কসমাস কেয়ুতা, জুমা মিয়াগি এবং সুবুগা।

ছোট লক্ষ্য তাড়ায় নেমে স্বস্তিতে জয় আসেনি উগান্ডার। ১৮ ওভার ২ বল পর্যন্ত খেলতে হয় দলটি। শেষ পর্যন্ত রিয়াজাত আলি শাহের ৩৩ এবং জুমা মিয়াগির ১৩ রানের সুবাদে ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা। নিউগিনির হয়ে দুটি করে উইকেট পান আলেই নাও এবং নরমান ভানুয়া।

news24bd.tv/SHS