সাংস্কৃতিক জাগরণে এক শতাংশ বরাদ্দের দাবি উদীচীর

সাংস্কৃতিক জাগরণে এক শতাংশ বরাদ্দের দাবি উদীচীর

মাসুদ সুমন

২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে এই খাতে ন্যূনতম এক শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন উদীচী শিল্পীগোষ্ঠী। আজ শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমিতে, জাতীয় বাজেটে সংস্কৃতিখাতে ১ শতাংশ বরাদ্দের প্রাসিঙ্গিকতা শীর্ষক বৈঠকে এ দাবি জানান আলোচকরা।

২০১০-১১ সালের বাজেটের পর ক্রমাগতভাবে সংস্কৃতি খাতে বাজেট কমে যাওয়ায়, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিক্ষায় বিভিন্ন অসংগতি হওয়া নিয়েও সমালোচনা করেন তারা।

বলেন, দীর্ঘদিন থেকে এমন অবহেলা করায় বাংলার সার্বজনীন সংস্কৃতি হুমকির মুখে পড়েছে।

এ সময়, আগামীর নাগরিকদের মানবিক চিন্তা চেতনাকে সমৃদ্ধ করবে এমন চিন্তা করে বাজেট প্রণয়নের পরামর্শ দেন বক্তারা। তা-না হলে সামাজিক সাংস্কৃতিক বিপ্লবের পরামর্শও দেন। এ সময়, গেল কয়েকটি প্রস্তাবিত বাজেট সাংস্কৃতিক জাগরণের অনুকূল ছিল না বলে মন্তব্য করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক বদিউর রহমান।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক