বুথে ব্যালট নিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট

বুথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা ওমর ফারুক ফারদিন

বুথে ব্যালট নিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের বুথে প্রতীকে সিল দেওয়া ব্যালটের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন ছাত্রলীগের সাবেক এক নেতা। আজ তৃতীয় ধাপের পবা উপজেলা পরিষদ  নির্বাচনে এই ঘটনা ঘটে।

ছাত্রলীগের সাবেক এই নেতার নাম ওমর ফারুক ফারদিন। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

তাঁর বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে।

বুধবার সকালে তিনি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও তিনি মোবাইল নিয়ে প্রবেশ করেন। বুথে সিল দেওয়া ব্যালট নিয়ে সেলফি তুলেছেন ফেসবুকে পোস্ট করেন।

তার ফেসবুকে আইডিতে পোস্ট করা ছবিতে দেখা যায়, ছবিটি বুথের ভেতরে তোলা। ফারদিনের হাতে ব্যালট আছে। এতে আনারস প্রতীকে সিল দেওয়া দেখা গেছে। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু।

তবে এ ব্যাপারে ওমর ফারুক ফারদিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তারপর ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার জানান, অভিযুক্ত ব্যক্তি নির্বাচনী আইন লঙ্ঘন করেছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক