রাজশাহীর দুই উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে আগাম প্রস্তুতি

রাজশাহীর দুই উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে আগাম প্রস্তুতি

রাজশাহী প্রতিনিধি 

রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতিও নেওয়া আছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার জানান, দ্বিতীয় ধাপের মতো যেন কোনো সংঘর্ষ না ঘটে, সে জন্য আগাম প্রস্তুতি নেয়া হয়েছে।

ইতিমধ্যে দ্বিতীয় ধাপের নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

পবা ও মোহনপুর দুই উপজেলায় ১১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ১৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন প্রার্থী রয়েছেন। এ দুটি উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ১২৯টি, মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৩৮১ জন।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক