যে যা-ই বলুক, টিমের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে: পাপন

নাজমুল হাসান পাপন

যে যা-ই বলুক, টিমের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে: পাপন

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলতে এখন যুক্তরাষ্ট্রে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দুটি ম্যাচ হারার পর বেশ সমালোচনার মুখে পড়ে দল। তবে তাদের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে এবং তারা বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  

মঙ্গলবার (২৮ মে) জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

পাপন বলেন, ‘যে যা-ই বলুক, যে ছেলেগুলো খেলতে গেছে, তাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমার বিশ্বাস, তাদের যথেষ্ট সামর্থ্য আছে। এই যে বিশ্বাস এবং সামর্থ্যের কথা বললাম, এখন পর্যন্ত যে তিনটা ম্যাচ খেলেছে ওরা, প্রথম দুইটা দেখে মনে হয়েছে কিছুই পারে না। আর তৃতীয়টা দেখে মনে হয়েছে ওরা তো অসাধারণ।

নাজমুলের চাওয়া বিশ্বকাপে ক্রিকেটাররা যেন নিজেদের সেরা খেলাটা খেলেন, ‘আমি বলতে চাচ্ছি ওদের মধ্যে সেই সামর্থ্য আছে। আসল দিন খেলতে পারলে নিশ্চিতভাবে ওরা ভালো করবে। আমরা চাই ওরা ভালো খেলুক। জয়-পরাজয়ের কথা কেউ বলতে পারে না। আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলুক। ’

news24bd.tv/আইএএম