রাজধানীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক সম্মেলন শুরু

প্রতীকী ছবি

রাজধানীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক

‘পলিসি ফ্রেমওয়ার্ক ফর এনাবলিং রিনিউয়েবল এনার্জি ইনভেস্টমেন্ট: অ্যা গ্লোবাল অ্যান্ড রিজিওনাল পার্সপেক্টিভ' শীর্ষক দুদিনব্যাপী ২৪তম জাতীয় রিনিউয়েবল এনার্জি সম্মেলন ও গ্রিন এক্সপো শুরু হয়েছে।

বুধবার (২২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশসমূহের দুর্যোগ ঝুঁকি কমাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য উন্নত বিশ্বের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউটের উদ্যোগে ও গ্রিনটেক ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হওয়া এই এক্সপো চলবে বৃহস্পতিবার (২৩ মে) পর্যন্ত।

news24bd.tv/ab